ঢাকা, সোমবার, ২৬ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব প্রতিহত করার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব প্রতিহত করার নির্দেশ

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে-বিদেশে সরকার সম্পর্কে যেসব গুজব ছড়ানো হচ্ছে তা প্রতিহত করার ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি।

বুধবার (১৩ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী এ.কে.আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, মো. আব্দুল মজিদ খান এবং মো. হাবিবে মিল্লাত অংশগ্রহণ করেন।  

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি ব্রিকস সম্মেলন ২০২৩ এ অংশগ্রহণের ওপর রিপোর্ট উপস্থাপন করা হয়।  

BRICS-AFRICA Outreach and BRICS Plus Dialogue সভায় বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে সরকার কর্তৃক গৃহীত ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণ বিশ্বনেতাদের সামনে তুলে ধরা হয়। এছাড়াও বৈঠকে প্রধানমন্ত্রীর চলতি সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণের ওপর সারসংক্ষেপ আলোচনা করা হয়।

এ বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ ও সরকার সম্পর্কে যেসব গুজব ছড়ানো হচ্ছে তা প্রতিহত করতে মন্ত্রণালয়কে  সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়।  

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
এসকে/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।