সিলেট: মায়ের নাড়িছেঁড়া ধন তার সন্তান। গর্ভ থেকে ভূমিষ্ঠের পর মায়ের কোলে থাকার কথা ছিল নবজাতকের।
বুধবার (১৩ সেপ্টেম্বর) ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামারগাওঁ গ্রামের বুড়ি নদীতে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা থানায় খবর দেন।
ওসমানীনগর থানা ঘটনাস্থলে এসে নদী থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন, নিহত শিশুটির পরিচয় মেলেনি। ধারণা করা হচ্ছে, কে বা কারা নবজাতকটিকে নদীতে ফেলে গেছে। শিশুটির ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
এনইউ/এমজে