ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

নদী রক্ষা কমিশনকে বাপার ৭ প্রস্তাবনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
নদী রক্ষা কমিশনকে বাপার ৭ প্রস্তাবনা

ঢাকা: জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরীর সঙ্গে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নেতাদের সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নদী রক্ষা কমিশনকে ৭টি প্রস্তাবনা দিয়েছে বাপা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় নদী রক্ষা কমিশনের কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাপার সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার, সহ-সভাপতি মহিদুল হক খান, সহ-সভাপতি স্থপতি ইকবাল হাবিব, সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং যুগ্ম সম্পাদক আমিনুর রসুল।

দ্বিপাক্ষিক আলোচনা সভায় বাপার পক্ষ থেকে যে প্রস্তাবনা তুলে ধরা হয়:

১. পরিবেশ আন্দোলনের কর্মী, নদী রক্ষায় স্থানীয় সংগঠন, সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মতামত ও অংশগ্রহণ ভিত্তিতে নদীর পূর্ণাঙ্গ তালিকা নিশ্চিত করতে হবে।

২. জনসংখ্যা জরিপের মত নদীর পূর্ণাঙ্গ তালিকা নিশ্চিত করার জন্য প্রয়োজনে নদী জরিপেরও উদ্যোগ নিতে হবে।

৩. নদীর আংশিক তালিকা প্রকাশের মাধ্যমে দখলদাররা যেন অপ্রকাশিত নদী দখলের সুযোগ না পায় তা নিশ্চিতকরণের উদ্যোগ নিতে হবে।

৪. দখল ও দূষণের কবল থেকে নদীগুলোকে রক্ষার জন্য কমিশনকে আরও সক্রিয় হতে হবে।

৫. বাপা ও জাতীয় নদী রক্ষা কমিশনের যৌথ উদ্যোগে বড়াল নদী ও চলন বিলের বর্তমান অবস্থা পরিদর্শনের জন্য একটি টিম পাঠানোর আহ্বান জানানো হয়।

৬. থানা ও জেলার নদী বিষয়ক কমিটিতে বাপার অন্তর্ভুক্তকরণের জন্য জেলা প্রশাসককে অবহিত করুন মর্মে পত্র পাঠানোর আদেশ দেওয়ার অনুরোধ করা হয়।

৭. জাতীয় নদীরক্ষা কমিশন ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যৌথ উদ্যোগে একটি মতবিনিময় সভা করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

আলোচনা শেষে বাপার সভাপতি নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের হাতে বাপার নদী বিষয়ক বিভিন্ন প্রকাশনা ও প্রস্তাবনা তুলে দেন।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
আরকেআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।