ব্রাহ্মণবাড়িয়া: জেলার বিজয়নগর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হরষপুর ইউনিয়নের আমতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হল ওই গ্রামের শহিদ মিয়া মেয়ে মাহি আক্তার (০৬) এবং একই গ্রামের আশরাফ আলীর মেয়ে রুমা আক্তার (০৭)। তারা একই পরিবারের সম্পর্কে ফুফু ভাতিজি হয়।
নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, বিকেলে বাড়ির পশ্চিম দিকে খেলা করছিল দুই শিশু। এ সময় হঠাৎ করে পুকুরে পানিতে পড়ে যায় দুইজন। পরে পরিবারের লোকজন তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। পরে পুকুর থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত্যু ঘোষণা করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
এসআইএ