ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

আওয়ামী মোটরচালক লীগের সাধারণ সম্পাদক ইমরান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
আওয়ামী মোটরচালক লীগের সাধারণ সম্পাদক ইমরান

ঢাকা: বাংলাদেশ আওয়ামী মোটরচালক লীগের সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ইমরান খান। তিনি সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি পদে ছিলেন।

গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী মোটরচালক লীগ কেন্দ্ৰীয় কার্যনির্বাহী সংসদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ- সভাপতি মো. আসলাম উদ্দিন।

বাংলাদেশ আওয়ামী মোটরচালক লীগের গঠনতন্ত্রের ৩২ এর (গ) ধারামতে বর্ধিত সভায় উপস্থিত নেতৃবৃন্দের সম্মতিক্রমে সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি ইমরান খানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংদের কাছে প্রস্তাব করেন।

পরে ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী মোটরচালক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা শেষে ৮ সেপ্টেম্বরের উপস্থিত সকল নেতৃবৃন্দের কণ্ঠে প্রস্তাবিত বিষয় উত্থাপিত হলে ইমরান খানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

একই সঙ্গে গত ৮ সেপ্টেম্বরের সভায় উত্থাপিত প্রস্তাব অনুযায়ী কাজী মো. ইকরাম হোসেন লালনকে বাংলাদেশ আওয়ামী মোটরচালক লীগ, কেন্দ্রীয় কার্যনির্বহী সংসদের সহ-সভাপতি পদে মনোনীত করার প্রস্তাবটি গৃহীত হয়।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশ আওয়ামী মোটরচালক লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক হিসাবে ইমরান খান দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।