ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দুই আলু ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
বগুড়ায় দুই আলু ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা

বগুড়া: জেলার সদর উপজেলায় বেশি দামে আলু বিক্রি ও কেনাবেচার ভাউচার না থাকায় দুই আলু ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরের ফতেহ আলী ও রাজাবাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরটির বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

তিনি জানান, সকালে শহরের রাজাবাজার ও ফতেহ আলী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাইকারি ও খুচরা বাজারে দেখা যায় বেশি দামে আলু বিক্রি হচ্ছে এবং কেনার ভাউচার সংরক্ষণ নেই। তখন দুইজন আলু ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, অভিযানকালে ব্যবসায়ীদের অতিরিক্ত দাম নেওয়া থেকে বিরত থাকতে এবং কেনাবেচার ভাউচার সংরক্ষণ করতে সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।