ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সালিশি বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
সালিশি বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইল জমি নিয়ে বিরোধের জের ধরে সালিশি বৈঠকে ছুরিকাঘাতে খায়রুল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে শহরের কোদালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

খায়রুল শহরের নকরজলফৈ এলাকার জিন্নত আলীর ছেলে।

পৌর কাউন্সিল বিউটি বেগম জানান, জমি নিয়ে বিরোধের জেরে পৌরসভায় জমি বুঝে পাওয়ার জন্য একটি আবেদন করা হয়। ওই আবেদনের প্রেক্ষিতে শুক্রবার সকালে তিনিসহ পৌরসভার লোকজন জমি মাপতে যান। এ সময় কিছু বুঝে ওঠার আগেই মোতালেব নামের এক ব্যক্তির নেতৃত্বে পৌরসভার লোকজনদের ওপর হামলা ও মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়। এ সময় হামলায় ছুরিকাঘাতে খায়রুলের পেট কেটে যায়।  

পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল সদর থানা পুলিশ জানায়, এ ঘটনায় ডলি খানম নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার হাত কেটে যাওয়ায় তাকে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।