ঢাকা: রাজধানীতে ইয়াবা ট্যাবলেটসহ মো. আলী নামে এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ বিষয়ে সবুজবাগ থানায় মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এমএমআই/এসআইএ