ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

সবুজবাগে ইয়াবাসহ কারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
সবুজবাগে ইয়াবাসহ কারবারি আটক

ঢাকা: রাজধানীতে ইয়াবা ট্যাবলেটসহ মো. আলী নামে এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

এ সময় তার কাছ থেকে এক হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ বিষয়ে সবুজবাগ থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এমএমআই/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।