ঢাকা: বগুড়া সদর থানাধীন বগুড়া-রংপুর মহাসড়কে একটি গাড়ি থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া জেলার একটি টিম।
আটকরা হলেন শারমিন বড়ুয়া (৩৭), শ্রী প্রভাত চন্দ্ৰ বৰ্মণ (৪৫) ও শ্রী পরিমল চন্দ্র বর্মণ (৩২)।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক মো. রাজিউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে বগুড়া জেলার অন্তর্গত বগুড়া সদর থানাধীন বগুড়া-রংপুর মহাসড়ক গোকুল বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে রাস্তায় বগুড়া থেকে রংপুরগামী একটি গাড়ি থেকে তাদের আটক করা হয়।
তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে ডিএনসির পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান বাদী হয়ে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
তাদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
এসজেএ/এসআইএ