ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

শামীমের ডাকা সমাবেশে মিছিল নিয়ে হাজির পুত্র অয়ন ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
শামীমের ডাকা সমাবেশে মিছিল নিয়ে হাজির পুত্র অয়ন ওসমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেইটে সংসদ সদস্য শামীম ওসমানের আহবানে ডাকা আওয়ামীলীগের এক সমাবেশে বড়সড় মিছিল নিয়ে  যোগদেন পুত্র অয়ন ওসমান। তার এই শো-ডাউন নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতাকর্মীদের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে  অয়ন ওসমান তার ছাত্রলীগ কর্মী সমর্থক নিয়ে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জড়ো হয় শহরের ২নং রেলগেইট এলাকায় সমাবেশে যোগ দিতে। পরে একটি খোলা অটোরিকশায় চড়ে তিনি নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে নিয়ে স্লোগান দিতে দিতে সমাবেশে আসেন।  বিকালে শহরের ২নং রেলগেইট এলাকায় অয়নের নেতৃত্বে মিছিলের বিশাল বহর দেখে জেলা আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা সাধুবাদ জানায়।  

নারায়ণগঞ্জ আওয়ামীলীগের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকার ৪ টায় শহরের ২নং রেলগেইট জেলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় একটি অস্থায়ী মঞ্চে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শাহ নিজাম জানান, ছাত্র জীবনে শামীম ওসমান যেমন কিশোর, তরুণ যুবকদের আইডল ছিলেন। ঠিক তেমনটি শামীম ওসমান পুত্র অয়ন ওসমানও জেলার কিশোর, তরুণ যুবকদের আইডলে পরিনত হয়েছে। সমাবেশে অয়ন ওসমানের মিছিলে বিশাল বহর সেটাই প্রমান করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন এমপি শামীম ওসমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই,  ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান রিয়াদ, রাফেলসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
এমআরপি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।