ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ঢামেকে এক কারাবন্দি আসামির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
ঢামেকে এক কারাবন্দি আসামির মৃত্যু

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি আব্দুল কুদ্দুস(৭৫) নামে এক ব্যক্তি ঢাকা মেডিকেলে হাসপাতালে মারা গেছে।

শনিবার (১৬সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে কারারক্ষীরা ওই বন্দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইরচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অচেতন অবস্থায় কারারক্ষীরা কারা চিকিৎসকের পরামর্শে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

জানা গেছে আব্দুল কুদ্দুস হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ছিলেন। তার বাবার নাম নায়েব আলী। তার কয়েদী নাম্বার ৭৭৪২/এ।

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
এজেডএস/এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।