ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত এরশাদ র‌্যাবের হাতে ধরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত এরশাদ র‌্যাবের হাতে ধরা

ঢাকা: হত্যাসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. এরশাদ মাতুব্বরকে (৩৪) আটক করেছে র‌্যাব-১০।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

তিনি জানান, সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে এরশাদকে আটক করা হয়। তার নামে হত্যা মামলাসহ মোট তিনটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আছে। দীর্ঘ ৯ বছর ধরে তিনি পলাতক ছিলেন।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরশাদ একটি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, হত্যাকাণ্ডের পর তিনি আত্মগোপনে চলে যান। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে তিনি কখনও রিকশা, কখনও ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সর্বশেষ হাজারীবাগ থানাধীন হাজারীবাগ পার্ক এলাকায় ভ্রাম্যমাণ ভ্যানে করে পেয়ারা বিক্রি করে আসছিলেন তিনি।

এরশাদকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
এসজেএ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।