ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় আনসার বাহিনীর জেলা সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
নওগাঁয় আনসার বাহিনীর জেলা সমাবেশ

নওগাঁ: নওগাঁয় বাংলাদেশ আনাসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলা শহরের আনসার ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি এ কে এম আমিনুল হক বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আনাসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সব সদস্যরা। আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাহিনীটির সদস্যদের ভূমিকার কথা স্মরণ করেন বাহিনীর প্রধান। এ সময় বাহিনীটির বিভিন্ন দাবি-দাওয়া পূরণে আশ্বস্ত করেন তিনি।

আনসার রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিচালক কামরুন্নাহার ও নওগাঁ জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রাফিউদ্দিন জাকারিয়াসহ নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাটে আনাসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।