ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বংশালে চাঁদাবাজদের হামলায় একই পরিবারের ৪ জন আহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
বংশালে চাঁদাবাজদের হামলায় একই পরিবারের ৪ জন আহত

ঢাকা: রাজধানীর বংশাল আলু বাজার এলাকায় চাঁদাবাজদের হামলায় স্বামী স্ত্রীর সন্তানসহ একই পরিবারের চারজন আহত হয়েছে। বর্তমানে তারা ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকাল তিনটার দিকে বংশাল আলু বাজার বড় মসজিদের পাশে একটি চুল কাটার সেলুনে চাঁদার দাবিতে দুর্বৃত্তের হামলায় আহত হন তারা। আহতরা হলেন, আব্দুল মতিন (৬৫) তার স্ত্রীর রানু বেগম (৫২) তাদের সন্তান মাসুদ রানা (২৫) মাসুদের চাচা মাসুম (৪৬)

আহত রানু বেগমের মেয়ের জামাই মাইন উদ্দিন রাসেল অভিযোগ করেন, এলাকার কিছু চাঁদাবাজ গতকাল ওই সেলুনে গিয়ে চাঁদা দাবি করে। রাদিয়া নামের সেলুনটির মালিক হচ্ছে রানু বেগম।

চাঁদা দিতে অস্বীকার করলে আজকে ১০ থেকে ১৫ জন চাঁদাবাজ একত্র হয়ে সেলুনে ঢুকে তাদের মারধর করে পালিয়ে যায়।

তিনি আরো জানান, এই মারধরের কারণে সবাই আহত হয়েছে। এদের মধ্যে ২-৩ জনের মাথায় আঘাত লেগেছে।
 
ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, আহতরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।