ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সালথায় পেঁয়াজের ৪ আড়তকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
সালথায় পেঁয়াজের ৪ আড়তকে জরিমানা

ফরিদপুর: জেলার সালথায় পেঁয়াজের হাটে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। পণ্যটির সরকারি দাম বাস্তবায়নে এ অভিযান চালানো হয়।

এ সময় পেঁয়াজের চারটি আড়তকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।  

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার জয়কাইল হাটে এ অভিযান চালায় ভোক্তা অধিকার।  

অভিযানের সত্যতা নিশ্চিত করে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, পেঁয়াজের সরকারি মূল্য বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান চালানো হয়৷ এ সময় সরকারের নির্ধারিত মূল্য না মানায় চারটি পেঁয়াজের আড়তকে জরিমানা করা হয়।  

জরিমানা করা আড়তগুলোর মধ্যে মেসার্স জাহিদ ট্রেডার্সকে দুই হাজার টাকা, বেপারী এন্টারপ্রাইজকে দুই হাজার টাকা, মেসার্স হামজা ট্রেডার্সকে দুই হাজার টাকা ও মেসার্স সেলিম এন্টারপ্রাইজকে এক হাজার টাকাসহ মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়।  

সালথার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম, জেলা ও উপজেলা পুলিশের একটি টিম এ অভিযানে সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।