ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টেকনাফে স্পিডবোট উল্টে সাবেক নারী ইউপি সদস্যের মৃত্যু, উদ্ধার ২৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
টেকনাফে স্পিডবোট উল্টে সাবেক নারী ইউপি সদস্যের মৃত্যু, উদ্ধার ২৩

কক্সবাজার: কক্সবাজারে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটের নাইক্ষ্যংদিয়া পয়েন্টে স্পিডবোট উল্টে সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় পর্যটকসহ ২৩ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী জানান, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটের নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ফিরোজা বেগম (৫৫) টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সাবেক নারী ইউপি সদস্য।

উদ্ধার ২৩ জনের মধ্যে ১৭ জন পর্যটক ও ৫ জন স্থানীয় বাসিন্দা। এছাড়া অপর দুইজন স্পিডবোটের চালক ও সহকারী।

স্থানীয় জেলে ও উদ্ধার হওয়াদের বরাতে আদনান চৌধুরী বলেন, শুক্রবার বেলা সোয়া ১২টায় টেকনাফ থেকে পর্যটকসহ ২২ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়। স্পিডবোটটি নাফ নদীর নাইক্ষ্যংদিয়া পয়েন্টে পৌঁছলে বড় ঢেউয়ের আঘাতে উল্টে যায়। ঢেউয়ের আঘাতে স্পিডবোটটির তলা ফুটো হয়ে উল্টে যায়। এতে বোটে থাকা যাত্রীরা পানিতে ভাসতে থাকে।

ইউএনও বলেন, খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল এবং স্থানীয় জেলের ঘটনাস্থলে পৌঁছে নদীতে ভাসতে থাকা লোকজনকে উদ্ধার করে। পরে তাদের সেন্টমার্টিনের উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন। উদ্ধার অন্যদের সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওই নারীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মো. আদনান চৌধুরী।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
এসবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।