ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩১, ১৭ অক্টোবর ২০২৪, ১৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।  

সোমবার (১৬ অক্টোবর) রাত ১টার দিকে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মৃত আকরাম (৪০) ময়মনসিংহের কোতোয়ালি থানার মির্জাপুর এলাকার কামাল হোসেনের ছেলে।  

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান জানান, ২০১৭ সালে মধুপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় এ কারাগারে বন্দি ছিলেন আকরাম। ওই মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রাত ১২টার দিকে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় কারা হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। এ কারাগারে তার কয়েদি নম্বর ৩৮১৮/এ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।