ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

বিশিষ্ট শিক্ষাবিদ শিব প্রসাদ সেনের জীবনাবসান 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
বিশিষ্ট শিক্ষাবিদ শিব প্রসাদ সেনের জীবনাবসান 

সিলেট: বিশিষ্ট শিক্ষাবিদ ও সিলেট মেট্টোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিব প্রসাদ সেন মারা গেছেন। মঙ্গলবার সকালে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তার বয়স হয়েছিলো ৭৬ বছর।  

তিনি স্ত্রী, দুই ছেলে, পুত্রবধূসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিকেলে সিলেটের চালিবন্দর শশ্মানে তার শেষকৃত্য হবে।  

শিব প্রসাদ সেন কর্মজীবনে হবিগঞ্জে বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। মৃত্যুর আগে পর্যন্ত সিলেট মেট্টোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।  

প্রয়াত শিব প্রসাদ সেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুদর্শন সেনের বাবা।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।