ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

মেয়র আতিকের সঙ্গে জাপানি প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
মেয়র আতিকের সঙ্গে জাপানি প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে জাপানের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।  

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশান-২ এর নগর ভবনের ৬ষ্ঠ তলার সেমিনারকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

 

সাক্ষাৎকালে তারা জলাবদ্ধতা, বায়ু দূষণ, শব্দ দূষণ, মশক নিধন, স্বাস্থ্যখাত, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নসহ স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং সার্বিক বিষয়ের উন্নয়ন নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।  

ডিএনসিসি মেয়র তার অফিসে এসে সাক্ষাতের জন্য প্রতিনিধিদলকে ফুল দিয়ে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানায়।  

সাক্ষাৎ শেষে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ৭৭ জন শিল্পীর আঁকা প্রদর্শনীটি ঘুরে দেখে ও উচ্ছ্বাস প্রকাশ করে।
  
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।