ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দেওয়ার স্বপ্ন পূরণ হল না মফিজের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দেওয়ার স্বপ্ন পূরণ হল না মফিজের

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ কালচোঁ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা মো. মফিজুল ইসলাম (৬০)। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেবেন বলে তৈরি করেছিলেন স্মার্ট নৌকা।

কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই তিনি চলে গেলেন না ফেরার দেশে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে যান তিনি।

কালচোঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাকে তার পরিবার থেকে কেউ জানায়নি। তবে আমি স্থানীয় লোকদের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।

স্থানীয় ব্যবসায়ী হাসানুজ্জামান জানান, তার পরিবারের লোকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আজকেই তাকে নামাজে জানাযা শেষে দাফন করা হবে।

তিনি আরও জানান, মফিজুল ইসলাম পেশায় একজন দিনমজুর। তিনি প্রধানমন্ত্রীকে খুবই ভালোবাসতেন। সে ভালোবাসা থেকে তিনি নিজের সম্পত্তি বিক্রি করে প্রায় ৭ লাখ টাকা খরচ করে তৈরি করেছেন একটি স্মার্ট নৌকা। একটি অটোবাইকের ওপরে নৌকার ডিজাইন করা হয়েছে। তিন হুইলের এই স্মার্ট নৌকায় রয়েছে ৪টি পাখা ও ডিজিটাল আলোর ব্যবস্থা। আসন সংখ্যা ৯টি। নৌকাটির দুপাশে ডিজিটাল ব্যানার দিয়ে সাজানো হয়েছে। যেখানে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।