ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

রামুতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
রামুতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

কক্সবাজার: কক্সবাজারের রামুর বাঁকখালী নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। নদীর দুই তীরে হাজারো মানুষ এ খেলাকে ঘিরে মেতে ওঠেন।

শুক্রবার (২০ অক্টোবর) রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের উদ্যোগে বৃহত্তর অফিসের চর ক্রীড়া পরিষদের বাঁকখালী নদীতে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।  

খেলায় চ্যাম্পিয়ন হয়েছে অফিসের চর দ্য ইয়াং বাহুবলী। রানার্স আপ হয়েছে অফিসের চর বিটিসিএল নৌ দল এবং তৃতীয় স্থান লাভ করেছে অফিসের চর কৃষক ক্লাব নৌ দল।

প্রতিযোগিতায় অফিসের চর দ্য ইয়াং বাহুবলীর মো. তাহসিন সেরা খেলোয়াড় এবং অফিসের চর বিটিসিএল মো. জসিম উদ্দিন সেরা মাঝির পুরস্কার পান।

আয়োজকরা জানান, অফিসের চর গ্রামের চারটি নৌ দল এ নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। দলগুলো হলো- অফিসের চর কৃষক ক্লাব, অফিসের চর বিটিসিএল, অফিসের চর রাউনাফ ও অফিসের চর দ্য ইয়াং বাহুবলী। প্রতিযোগী দলগুলো তাদের সুসজ্জিত নৌকা আর রং বে-রঙের বাহারি পোশাক পরে এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা চলার সময় বাদ্যযন্ত্রের তালে তালে মাঝিদের গান আর পানিতে বৈঠার ছলাৎ ছলাৎ আওয়াজে পুরো এলাকা মুখরিত হয়।  

ক্রীড়াবিদ নবু আলম বলেন, নৌকা বাইচ গ্রাম বাংলার মানুষের প্রাণের খেলা। এ খেলাকে ঘিরে নির্মল আনন্দে মেতে ওঠেন গ্রামের সহজ সরল মানুষ।


প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা গোলাম কবির, রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুল হক কোম্পানি, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল হোসাইন, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, ক্রীড়া সংগঠক আছাদ উল্লাহ, ব্যবসায়ী জামাল হোসেন, অ্যাডভোকেট তানভীর শাহ ও ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল।  

খেলা পরিচালনায় ছিলেন, ক্রীড়াসংগঠক আছাদ উল্লাহ, অ্যাডভোকেট তানভীর শাহ, জামাল হোসেন, আরিফুল ইসলাম ও তাওহীদ কাদের মুরাদ।  

সার্বিক সহযোগিতা করেন মো. নুর হোসেন, মো. কলিম উল্লাহ, মো. আবদুর রহিম বাবুল, মো. শহীদুল্লাহ ও মোহাম্মদ স্বপন।  

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
এসবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।