ঢাকা: সার্জারি সফল হওয়ায় বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
সূত্র জানায়, ভারতের রাষ্ট্রপতি ২০ অক্টোবর পাঠানো শুভেচ্ছা বার্তায় বলেন, আমি আপনার সাম্প্রতিক মেডিকেল সার্জারির বিষয়ে অবহিত হয়েছি।
শুভেচ্ছা বার্তায় ভারতের রাষ্ট্রপতি আরো বলেন, আপনার সুস্বাস্থ্য এবং সামনের দিনগুলোতে উন্নত কর্মশক্তির জন্য প্রার্থনা করি।
এর আগে বৃহস্পতিবার (অক্টোবর ১৯) সকালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের (Prof. Kofidis Theodoros) তত্ত্বাবধানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাইপাস সার্জারি করা হয়।
বর্তমানে তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে ডাক্তারের নিবিড় পরিচর্যায় আছেন। রাষ্ট্রপতির শারীরিক অবস্থার ক্রমেই উন্নতি হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
টিআর/এসআইএস