ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

নিষেধাজ্ঞার সময়ে ইলিশ শিকার, ৪৪ জেলের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
নিষেধাজ্ঞার সময়ে ইলিশ শিকার, ৪৪ জেলের কারাদণ্ড

বরিশাল: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের সময় বরিশালে বিভাগের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৪ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ নিয়ে গোটা অভিযানে গত ১০ দিনে এখন পর্যন্ত ৩৭৭টি মামলায় ৩৬৬ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি দুই লাখ ৮৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বিভাগীয় মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ১২ অক্টোবর থেকে ২২ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে এক হাজার ১৩৯টি অভিযান চালানো হয়েছে এবং ৪৩৩টি ভ্রাম্যমাণ আদালত করা হয়েছে। যেখানে গত ১০ দিনে বরিশাল বিভাগের ১৩৫ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, এক হাজার ৯৩১ বার বিভিন্ন মাছঘাট, তিন হাজার ৩২১ বার বিভিন্ন আড়ৎ ও দুই হাজার ১১৪ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

আর গত চারদিনের অভিযানে চার হাজার ১৪২ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি তিন কোটি ৪১ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের ১৬ লাখ ৩৬ হাজার ৭০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

এছাড়া জব্দ হওয়া সামগ্রী নিলাম করে আয় হয়েছে ৪৪ হাজার ১০০ টাকা।

মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাশীর উদ্দিন জানান, ১১ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের সাত হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকছে। এ সময়ে বরিশাল বিভাগের তিন লাখ সাত হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
এমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।