ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দাগনভূঞায় ২ হাজার গাড়ি নিয়ে উন্নয়ন রোড শো 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
দাগনভূঞায় ২ হাজার গাড়ি নিয়ে উন্নয়ন রোড শো 

ফেনী: ফেনীর দাগনভূঞায় দুই হাজার গাড়ি নিয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রদর্শন করে রোড শো করেছে আওয়ামী লীগের প্রায় পাঁচ হাজার নেতা-কর্মী।  

শনিবার (২৮ অক্টোবর) উপজেলার সদরের কামাল আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুল মাঠ থেকে শুরু হয় এ রোড় শো।

দাগনভূঞা পৌরসভার আয়োজন এ রোড শোটি উপজেলার পৌর এলাকা ও ৮টি ইউনিয়ন প্রদর্শন করে।  

এসময় রোড় শোতে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেলসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরেন।  

দাগনভূঞা পৌর মেয়র ওমর ফারুক খানের পরিচালনায় এ রোড় শোটি উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।  

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন।  

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
এসএইচডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।