ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

আইডিইবি ভবন ভাঙচুর-অগ্নিসংযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
আইডিইবি ভবন ভাঙচুর-অগ্নিসংযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

ঢাকা: গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ থেকে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ডিপ্লোমা প্রকৌশলীরা।

সোমবার (৩০ অক্টোবর) আইডিইবি ভবনে ভাঙচুর এবং গাড়িতে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতি সাধনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় তারা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এই দাবি জানান।

রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন অরাজনৈতিক পেশাজীবী সংগঠন আইডিইবি।

মানববন্ধনে আইডিইবি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়ে বক্তারা বলেন, দেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি পালনের ক্ষেত্রে দেশ ও জনগণের জানমালের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তারা আরও বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পেশাজীবীরা এ দেশের উন্নয়নে সব সময় কাজ করে যাচ্ছেন। তারা কোনো দল বা গোষ্ঠীর নয়, বরং জনগণের নিকট দায়বদ্ধ। এরপরও কেন ২৮ অক্টোবর বিনা উস্কানিতে বিএনপির মহাসমাবেশ থেকে আইডিইবি সদর দপ্তরকে টার্গেট করে ব্যাপক ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, তা বিএনপি নেতাদের পরিষ্কার করতে হবে।

তারা আরও বলেন, রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার রাজনৈতিক দলের রয়েছে৷ তবে কোনো পেশাজীবী সংগঠনের দপ্তর, সরকারি-বেসরকারি স্থাপনা কিংবা জনগণের জানমাল ধ্বংস করার অধিকার রাজনৈতিক দল বা দুষ্কৃতিকারীদের থাকতে পারে না।

আইডিইবি ভবনে সন্ত্রাস, ভাঙচুর ও অগ্নিসংযোগের দায় মহাসমাবেশ আহ্বানকারী দল এড়াতে পারে না বলে জানান ডিপ্লোমা প্রকৌশলীরা। এ জন্য তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আইডিইবির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুল মোতালেবের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ, মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুন্তাসির হাফিজ, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. খবির হোসেন, ঢাকা জেনিকের সভাপতি মির্জা এটিএম গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক দেওয়ান মো. ইলিয়াস, বাপিডিপ্রকৌসের সভাপতি মো. রায়হান মিয়া প্রমুখ।

মানববন্ধনে মঙ্গলবার (৩১ অক্টোবর) আইডিইবির পক্ষ থেকে দেশের প্রতিটি জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হবে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
এসসি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।