ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

‘ঢাকার ফুটপাতে হকার-দোকান বসানোর অনুমতি দেওয়া হয় না’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
‘ঢাকার ফুটপাতে হকার-দোকান বসানোর অনুমতি দেওয়া হয় না’

ঢাকা: ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ফুটপাতে হকার ও দোকান বসানোর অনুমতি এবং বরাদ্দ দেওয়া হয় না বলে সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সোমবার (৩০ অক্টোবর) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার এক প্রশ্নের লিখিত উত্তরে স্থানীয় সরকারমন্ত্রী এ তথ্য জানান।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। সোমবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়। আবু হোসেন বাবলা হরকারদের ব্যবসা-বাণিজ্যের জন্য ঢাকা শহরের প্রতিটি এলাকায় একটি নির্দিষ্ট স্থান দেওয়ার পদক্ষেপ নিতে বলেন।

প্রশ্নের উত্তরে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে কখনও ফুটপাতে হকার ও দোকান বসানোর অনুমতি/বরাদ্দ দেওয়া হয় না। সিটি করপোরেশন এলাকায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রতিনিয়ত ফুটপাত থেকে অবৈধ দোকান/স্থাপনা উচ্ছেদ/অপসারণ করে আসছে।

উল্লেখ্য, হকারদের ব্যবসা করার জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের এলাকায় পরীক্ষামূলক (প্রতি শুক্রবার ও শনিবার) হলিডে মার্কেট বসানোর কার্যক্রম চলমান।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
এসকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।