ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ওয়াসার পানি উৎপাদন সক্ষমতা চাহিদার চেয়ে বেশি: মন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
ওয়াসার পানি উৎপাদন সক্ষমতা চাহিদার চেয়ে বেশি: মন্ত্রী

ঢাকা: ঢাকায় ওয়াসার পানি উৎপাদনের সক্ষমতা চাহিদার চেয়ে বেশি বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

তিনি জানান, ঢাকা শহরে প্রতিদিন মোট পানির চাহিদা ২৬০-২৬৫ কোটি লিটার, ঢাকা ওয়াসার দৈনিক উৎপাদন সক্ষমতা ২৭৫-২৮০ কোটি লিটার।

 

সোমবার (৩০ অক্টোবর) জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

এ দিন প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

তাজুল ইসলাম বলেন, বিগত এক দশকে ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা কর্মসূচির আওতায় ঢাকা ওয়াসা চাহিদার তুলনায় উদ্বৃত্ত পানি উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। ঢাকা শহরে মোট দৈনিক পানির চাহিদা ২৬০-২৬৫ কোটি লিটার। যদিও গ্রীষ্ম ও শীত মৌসুমে পানির চাহিদার তারতম্য হয়ে থাকে। ঢাকা ওয়াসার বর্তমান দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৭৫-২৮০ কোটি লিটার।

রাজধানী ঢাকা শহরের উত্তর সিটি কর্পোরেশন এলাকায় দৈনিক পানির চাহিদা প্রায় ১৩৫ কোটি লিটার এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় দৈনিক পানির চাহিদা প্রায় ১২৫ কোটি লিটার। পানি অত্যাধুনিক কেমিক্যালের মাধ্যমে পরিশোধন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইসিআর-৯৭  অনুসরণ করে পানির গুণগত মান নিশ্চিত হওয়ার পর নেটওয়ার্কে সরবরাহ করা হয়। নগরীর বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ৪০-৫০টি পানির নমুনা সংগ্রহ করে বিভিন্ন প্যারামিটার পরীক্ষা করে পানির গুণগতমান নিশ্চিত করা হয় বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।