লালমনিরহাট: জেলার আদিতমারী উপজেলায় সাড়ে তিন কেজি গাঁজাসহ সোহেল রানা (২৫) নামে এক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফজলার রাইস মিল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সোহেল রানা লালমনিরহাট পৌরসভার চুরিপট্টি মুক্তিযোদ্ধা চত্বর এলাকার মৃত আলেক মিয়ার ছেলে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভেলাবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে একটি অটোরিকশা আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে অটোরিকশার সাউন্ড বক্স থেকে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ সময় অটোরিকশায় যাত্রীবেশে থাকা মাদক কারবারি সোহেল রানাকে আটক করে পুলিশ। তবে ইয়াছিন নামে অপর এক কারবারি পালিয়ে যান।
এ ঘটনায় আটক সোহেল রানা ও পলাতক ইয়াছিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদিতমারী থানায় মামলা দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
এসআইএ