ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ৩১ বিএনপি নেতাকর্মীর নামে পুলিশের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
আড়াইহাজারে ৩১ বিএনপি নেতাকর্মীর নামে পুলিশের মামলা

নারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকসহ ৩১ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

সোমবার (৩১ অক্টোবর) আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এর আগে রোববার (৩০ অক্টোবর) বিএনপির ডাকা হরতালের সমর্থনে মিছিল বের হলে তাতে পুলিশের বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ-বিএনপির সংঘর্ষ হয়। এতে পুলিশ গুলি ছুড়ে ও বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ করেন আজাদ।

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ জানান, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা গুলি করেছে। এতে অর্ধশতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে। আবার আমাদের নামেই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এর তীব্র নিন্দা জানাই।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, মামলায় ৩১ জনকে নামীয় ও অজ্ঞাত অনেককে আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।