ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

এশিয়ান পাওয়ার অ্যাওয়ার্ড পেল ডিপিডিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
এশিয়ান পাওয়ার অ্যাওয়ার্ড পেল ডিপিডিসি

ঢাকা: প্রথমবারের মতো আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ এশিয়ান পাওয়ার অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।  

বুধবার (৮ নভেম্বর) মালয়েশিয়ায় আয়োজিত এ অনুষ্ঠানের ১৯তম আসরে পুরস্কার পায় প্রতিষ্ঠানটি।

১৯তম আসরে ডিপিডিসি ‘পাওয়ার ইউটিলিটি অব দ্য ইয়ার-বাংলাদেশ’ ও ‘ইনোভেটিভ পাওয়ার টেকনোলজি অব দ্য ইয়ার-বাংলাদেশ’ এ দুই বিভাগে পুরস্কার জিতেছে। ডিপিডিসির হয়ে পুরস্কার গ্রহণ করেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিকাশ দেওয়ান।

এশিয়ান পাওয়ার অ্যাওয়ার্ডের ১৯তম ‘অ্যাওয়ার্ড ডিনার’ প্রোগ্রাম এ পাওয়ার ইন্ডাস্ট্রির অস্কার নামে পরিচিত। এ পুরস্কারটি এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের বিদ্যুৎ এবং জ্বালানি খাতের জন্য একটি অত্যন্ত সম্মানজনক ও মর্যাদাপূর্ণ পুরস্কার।

এ অনুষ্ঠানে ‘অ্যাওয়ার্ড ডিনার’ প্রোগ্রামের মাধ্যমে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের বিদ্যুৎ এবং জ্বালানি খাতের উদ্বোধনী ও যুগান্তকারী প্রকল্প ও উদ্যোগকে স্বীকৃতি দেওয়া হয়। পারফরম্যান্সের ভিত্তিতে সেরা প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করে তাদের সাফল্যকে উদযাপন করা হয়।

বাংলাদেশের মধ্যে ডিপিডিসিই একমাত্র পাওয়ার ইউটিলিটি যারা এ মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছে। এর আগে বাংলাদেশের কোনো পাওয়ার ইউটিলিটি এ পুরস্কার পায়নি।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৩
এমকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।