ঢাকা: রাজধানীর তেজগাঁও নাবিস্কো এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে আগুন নির্বাপণ করছে।
রোববার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে এই আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রটেকশনে আগুন নেভানোর কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম এই তথ্য নিশ্চিত করেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, পার্কিংয়ে থাকা অবস্থায় শ্যামবাংলা নামে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
এজেডএস/এসআইএ