ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ভূমি মন্ত্রণালয়ের মামলা চালাতে এক কোটি টাকা বরাদ্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৩, নভেম্বর ১৪, ২০২৩
ভূমি মন্ত্রণালয়ের মামলা চালাতে এক কোটি টাকা বরাদ্দ

ঢাকা: ২০২৩-২৪ অর্থবছরের ভূমি মন্ত্রণালয়ের আইন সংক্রান্ত মামলা পরিচালনার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) অনুকূলে এক কোটি বরাদ্দ দিয়েছে সরকার। সম্প্রতি জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে ভূমি মন্ত্রণালয়।

চিঠিতে জানানো হয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের একটি স্মারকের প্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয়ের ওপর অর্পিত আর্থিক ক্ষমতাবলে সরকারি আইন সংক্রান্ত মামলা পরিচালনার লক্ষ্যে জেলা প্রশাসকদের অনুকূলে এক কোটি টাকার সরকারি মঞ্জুরি দেওয়া হলো।

মঞ্জুরির শর্তে বলা হয়, সরকারি সব আর্থিক বিধি বিধান যথাযথ অনুসরণক্রমে এ অর্থ ব্যয় করতে হবে এবং ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে অব্যয়িত অর্থ সমর্পণ করতে হবে (যদি থাকে)।

চিঠিতে বলা হয়, বরাদ্দ অর্থ পৃষ্ঠাংকন করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ মঞ্জুরি আদেশ জারি করা হলো।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।