ঢাকা, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০২ মার্চ ২০২৫, ০১ রমজান ১৪৪৬

জাতীয়

মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপরে, ফুলগাজী বাজার প্লাবিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপরে, ফুলগাজী বাজার প্লাবিত

ফেনী: ফেনীতে ঘূর্ণিঝড় মিধিলি ও ভারতীয় উজানের ঢলে মুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) ভোরে ফুলগাজী ভেতরের বাজার (কাঁচা বাজার) সংলগ্ন এলাকায় মুহুরী নদীর গার্ডারের নিচ দিয়ে পানি প্রবেশ করে।

এতে ফেনী-পরশুরাম সড়কের কিছু অংশ পানি বাড়ার সঙ্গে সঙ্গে প্লাবিত হয়।  

পানিতে বাজারের ব্যবসায়ীদের মালপত্রের ব্যাপক ক্ষতি হয়। বাজারের ব্যবসায়ী আব্দুল আওয়াল বলেন, বাজারের গার্ডওয়ালের নিচ দিয়ে পানি আসা বন্ধ না করলে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।  

এ বিষয়ে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম মজুমদার জানান, ঘূর্ণিঝড় ও ভারতীয় উজানের কারণে মুহুরী নদীর পানি বেড়ে বাজারে প্রবেশ করেছে। পানি কমার সঙ্গে সঙ্গে এটি আবার নেমে যাবে।  

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান জানান, পরশুরামের শালধরে একটি বাঁধের মেরামত কাজ চলছিল। সেখানে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়ে লোকালয়ে কিছুটা প্রবেশ করেছে। পানি কমার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। ফুলগাজী বাজারে গার্ডারের নিচ দিয়ে পানি প্রবেশ করেছে। পানি কমার সঙ্গে সঙ্গে এটি আবার নেমে যাবে।

প্রসঙ্গত, প্রতিবছরই বর্ষা মৌসুমে ভারতীয় উজানের পানিতে মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে ফুলগাজী, পরশুরামের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। এতে ওই অঞ্চলের মানুষের ফসল ও গবাদিপশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।