ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু নিয়ন্ত্রণে বিনামূল্য টেস্ট করাচ্ছে রাসিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
ডেঙ্গু নিয়ন্ত্রণে বিনামূল্য টেস্ট করাচ্ছে রাসিক

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণে মহানগরীর স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে টেস্ট করা হচ্ছে। এছাড়া ডেঙ্গুর প্রকোপ না কমায় এবার স্কুল পর্যায়ে সচেতনতা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিয়ন্ত্রণে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এই তথ্য জানানো হয়েছে।

নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত এই পরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

রাসিক'র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন বলেন, করোনায় সারাবিশ্ব দুর্বিষহ পর্যায়ে ছিল। আমাদের দেশেও সামগ্রিক সব কিছুকে নাড়া দেয়। এর রেশ কাটিয়ে উঠেই ডেঙ্গুর প্রভাব দেখা দিয়েছে। ডেঙ্গু এটি একটি ভাইরাসজনিত জ্বর। এডিস মশার মাধ্যমে এটি ছড়ায়। তাই ডেঙ্গু প্রতিরোধে এবং এডিস মশার বংশবিস্তার রোধে ফুলের টব, ভাঙ্গা হাড়ি-পাতিল, গাড়ীর পরিত্যক্ত টায়ার, ভাঙ্গা কলস, ড্রাম, ডাব-নারিকেলের খোসা, এয়ারকন্ডিশনার ও রেফ্রিজারেটারের তলায় পানি জমতে দেওয়া যাবে না। মশার উৎপত্তিস্থলে ধ্বংস করতে হবে। বাড়ীর ভেতরে, আশ-পাশ ও  আঙিনা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। দিনে ঘুমানোরে সময়ও মশারি ব্যবহার করতে হবে। বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের এ বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে। রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নগরীর স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে টেস্ট করা হচ্ছে।

ইউনিসেফ বাংলাদেশ সহযোগিতায় রাজশাহী সিটি করপোরেশন এবার বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের সচেতনতা সৃষ্টিতে কাজ করবে। সেই বিষয়ে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিয়ন্ত্রণে পরিকল্পনা উপস্থাপন করেন- রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার।

সভায় রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, ভারপ্রাপ্ত সচিব আল মাহমুদ রনি, গবেষণা কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, চওফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, মশক কর্মকর্তা (মনিটরিং) জুবায়ের হোসেন মুন, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় : ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
এসএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।