ঢাকা, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০২ মার্চ ২০২৫, ০১ রমজান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে মিছিল থেকে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেপ্তার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
চাঁদপুরে মিছিল থেকে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেপ্তার ৩

চাঁদপুর: রোববার (১৯ নভেম্বর) থেকে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে হঠাৎ বের করা মিছিল থেকে ছাত্রদলের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পরে শহরের হকার্স মার্কেট এলাকা থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

পুলিশ সেখান থেকে তাদেরকে ধাওয়া করে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, হকার্স মার্কেটের ভেতরের এলাকা থেকে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রনি ও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহরিয়ারকে আটক করে ডিবি পুলিশ। অপরদিকে, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মডেল থানা পুলিশ আটক করে শহরের ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মানিক মিজিকে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, বিএনপি ও ছাত্রদল নেতারা নাশকতার উদ্দেশ্যে হঠাৎ করে হরতালের সমর্থনে মিছিল বের করে। যে কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।