ঢাকা, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০২ মার্চ ২০২৫, ০১ রমজান ১৪৪৬

জাতীয়

আরিফ-অর্জুনের শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
আরিফ-অর্জুনের শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত

ঢাকা: গণসংহতি আন্দোলনের নেতা ইসলাম আরিফ ও ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক সৌভিক করিম অর্জুনের বন্ধু, সুহৃদ ও স্বজনদের আয়োজনে শোক ও স্মরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে ইঞ্জিনিয়ারিং ইনসটিটিউটের সেমিনার রুমে (২য় তলায়) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান সভা সঞ্চালনা করেন জুলহাসনাইন বাবু ও বিথি ঘোষ।

অনুষ্ঠানে অংশ নিয়ে স্মৃতিচারণ করেন সৌভিক করিম অর্জুনের মা রওনক করিম বন্যা, আরিফুল ইসলামের বাবা খয়রুল ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওর্য়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানস চৌধুরী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা হাসিব উদ্দীন হোসেন, ইউপিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দীন, নাট্য ব্যক্তিত্ব বন্যা মির্জা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসুন ইমরা মান্নু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, লেখক শিল্পী অমল আকাশ, আরিফ অর্জুনের বন্ধু এম জে ফেরদৌস, মেহবুব, মুমু, মনিরুল ইসলাম রুবেলসহ বিন্ধু ও স্বজনেরা।

অনুষ্ঠানের শুরুতেই আরিফ ও অর্জুনের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন জুলহাসনাইন বাবু। পরে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অর্জুনের লেখা ও কম্পোজিশনে অর্জুনের গাওয়া অপ্রকাশিত গান প্লে করা হয়। অনুষ্ঠানে ভায়োলিন বাজিয়ে শোনার আরিফ অর্জুনের বন্ধু শরিফ। এছাড়াও গান পরিবেশন করেন সমগীতের বন্ধুরা।

বক্তারা শোক ও স্মরণ অনুষ্ঠানে আরিফ ও অর্জুনের জীবনের বিভিন্ন স্মৃতি নিয়ে কথা বলেন। একইসঙ্গে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় রাষ্ট্র ও সরকারের অবহেলা অব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরেন। তারা সড়কের অব্যবস্থাপনা প্রতিরোধে রাষ্ট্রর অবহেলার বিপরীতে সামাজিক প্রতিরোধ রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ০৭ নভেম্বর রাত সাড়ে ১১টায় নিউ ইস্কাটনে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় নিহত হন আরিফ ও অর্জুন।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।