ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

অপহৃত রাসেলের মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
অপহৃত রাসেলের মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

খাগড়াছড়ি: সফিকুল ইসলাম রাসেল (২৭) নামে এক ব্যবসায়ীর মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

সোমবার (২০ নভেম্বর) সকালে শহরের শাপলা কল্যাণপুর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এতে নাগরিক পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো আবদুল মজিদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. শাহাদাৎ হোসেন কায়েশ, জেলা সভাপতি সুমন আহমেদ, মহিলা পরিষদের সভানেত্রী সালমা আহমেদ মৌ প্রমুখ।

সমাবেশ থেকে আগামী বুধবার (২২ নভেম্বর) অবস্থান কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করা হয়।

গত ৯ নভেম্বর বাগান দেখার উদ্দেশ্যে ঘর থেকে বের হন ব্যবসায়ী শফিকুল ইসলাম রাসেল। পরে মুঠোফোনে রাসেলের মুক্তিপণ দাবি করা হয়। টাকা পরিশোধ করা হলেও এখনও তাকে মুক্তি দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
এডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।