ঢাকা: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলা এবং বাংলাদেশে সহিংস রাজনৈতিক কর্মসূচিতে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের স্মরণে সারা দেশে প্রদীপ প্রজ্বালন কর্মসূচি পালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
২১শে নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৫টা ত্রিশ মিনিটে এ কেন্দ্রীয় কর্মসূচি পালন করা হয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে।
ঢাকার সব সাংস্কৃতিক ফেডারেশন ও সংগঠনের নেতাকর্মীরা এতে যোগ দেন। সংহতি জানাতে আসেন বিশিষ্টজনসহ সব স্তরের মানুষ। সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতির গোলাম কুদ্দুছের সভাপতিত্বে বরেণ্য ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদারসহ বিশিষ্টজনেরা সে সময় সংক্ষিপ্ত আলোচনা করেন।
তারা বলেন, ফিলিস্তিনের গাজায় হামলা চালানো ইসরাইল এবং তাদের মদদ দেওয়া সাম্রাজ্যবাদী অপশক্তির বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক কর্মসূচির নামে যারা দেশের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত ও জানমালের ক্ষতি করে তাদের বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানায় সম্মানিত সাংস্কৃতিক জোট।
দেশের সব জেলা এবং উপজেলায় একই সময়ে স্থানীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এতে স্থানীয় সবগুলো সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
এইচএমএস/এমএম