ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

স্বামীর সঙ্গে কলহে নবজাতক যমজকে ডোবায় ফেলে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
স্বামীর সঙ্গে কলহে নবজাতক যমজকে ডোবায় ফেলে হত্যা

যশোর: যশোরের কেশবপুরে ১২ দিন বয়সী যমজ শিশুকে বাড়ির পাশের ডোবায় ফেলে হত্যার অভিযোগ উঠেছে তাদের মায়ের বিরুদ্ধে। স্বামী আবু বকরের সঙ্গে কলহের জেরে সুলতানা খাতুন (৩৫) নামে ওই নারী এ ঘটনা ঘটিয়েছেন।

বুধবার (২২ নভেম্বর) সকালে কেশবপুর পৌর সদরের সাহাপাড়া নতুন মসজিদের পাশের ডোবা থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত সুলতানা খাতুনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, পৌর সদরের সাহাপাড়া নতুন মসজিদ এলাকার বাসিন্দা আব্দুল লতিফ হাওলাদারের মেয়ে সুলতানা খাতুন গত ১০ নভেম্বর যমজ সন্তান প্রসব করেন। এর মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে।  

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করে ওই নারী জানিয়েছেন, স্বামীর সঙ্গে কলহের জের ধরে মঙ্গলবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে তিনি নিজে হাতে যমজ শিশুদের বাড়ির পেছনের ডোবায় ফেলে দেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মরদেহ উদ্ধারের পর চাঞ্চল্যকর এ ঘটনা জানতে পেরে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসাইন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম ছাড়াও কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসাইন সাংবাদিকদের ব্রিফিংয়ে জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুদের মা সুলতানা খাতুন হত্যার ঘটনা স্বীকার করেছেন। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
ইউজি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।