ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) মিঠু শেখ মহিউদ্দিন (৪১) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। তিনি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন।
বুধবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে কারারক্ষীরা মিঠুকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে বন্দি মিঠুকে কারারক্ষীরা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারাবন্দি মিঠুর বাবার নাম আব্দুল লতিফ। মিঠুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
এজেডএস/এমজেএফ