গাজীপুর: জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি স্পিনিং মিলে আগুন লেগেছে।
সোমবার (২৭ নভেম্বর) সকালে করতোয়া স্পিনিং কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস, এলাকাবাসী ও কারখানার কর্তৃপক্ষ জানায়, সফিপুর এলাকায় করতোয়া স্পিনিং কারখানার আগুন লাগে। এ সময় কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। আগুনে ওই কারখানার কিছু তুলার বান্ডেল ও মেশিন পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ওই কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি। কারখানার ব্লু রুমের যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৩০ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
আরএস/এফআর