ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাহারোলে ধান বোঝাই ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
কাহারোলে ধান বোঝাই ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা 

দিনাজপুর: দিনাজপুরের কাহারোলে ধান বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কিছু ধানসহ ট্রাকের কেবিন পুড়ে গেছে।

রোববার (২৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কাহারোল-বীরগঞ্জ সড়কে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কাউকে আটক করতে না পারলেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম।

পুলিশ জানায়, ধান বোঝাই একটি ট্রাক কাহারোল থেকে বীরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রাকে থাকা কিছু ধান ও ট্রাকের কেবিন পুড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।