ঢাকা: রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে উদ্ধার করা এক ব্যক্তি হাসপাতালে মারা গেছেন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ময়দান থেকে অপর এক ব্যক্তি মরদেহ উদ্ধার করা হয়।
বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বর থেকে অজ্ঞাত (৪০) বছরের এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাত (৬০) বছরের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম উল ইসলাম জানান, ভোরে জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদে জানা যায়, এক ব্যক্তি মুমূর্ষু অবস্থায় ইসিবি চত্বরে পরে আছে। ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, ওই ব্যক্তির ভবঘুরে প্রকৃতির। দীর্ঘদিন ধরে ইসিবি চত্বর এলাকায় থাকতেন। ধারণা করা হচ্ছে, অসুস্থজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
এদিকে, শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোনায়েম জানান, খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ পুলিশ বক্সের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তার বয়স হবে আনুমানিক ৬০ বছর।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন। অসুস্থজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তার পরিচয় সনাক্তে সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬,২০২৩
এজেডএস/এসআইএ