খুলনা: খুলনার সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নারী নিপীড়নকারীদের বিরুদ্ধে আরো কঠোর হতে হবে। অনেক আইন এবং বিধি-বিধান থাকলেও জনগণের সহযোগিতা ছাড়া দেশকে নারী নির্যাতনমুক্ত করা সম্ভব হবে না।
বুধবার (৬ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে রূপান্তরের আয়োজনে মোমবাতি প্রজ্বলন ও আঁধার ভাঙার শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার নারী নির্যাতন প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ। অনেক আইন এবং বিধি-বিধান থাকলেও জনগণের সহযোগিতা ছাড়া দেশকে নারী নির্যাতনমুক্ত করা সম্ভব হবে না। আমরা যে যে অবস্থানে আছি, সচেতন সবাইকে নারী নির্যাতন বন্ধে ভূমিকা পালন করতে হবে।
রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা, নারী শিশু ট্রাইবুন্যালের বিশেষ পিপি অ্যাডভোকেট অলোকানন্দা দাস ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম।
সঞ্চালনায় ছিলেন রূপান্তরের কর্মসূচি সমন্বয়কারী অসীম আনন্দ দাস আর অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ।
আজকের এই মোমবাতি প্রজ্বলন ও আঁধার ভাঙার শপথ অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে রূপান্তর আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি হলো।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৩
এমআরএম/এসআইএস