ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে ২ লাখ ৪৩ হাজার শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
ফেনীতে ২ লাখ ৪৩ হাজার শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

ফেনী: ‘ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ স্লোগানে সারা দেশের মতো ফেনীতেও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন।

এ সময় সেখানে উপস্তিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মাসুদ রানাসহ অন্যান্য কর্মকর্তারা।

স্বাস্থ্য বিভাগের মতে, ফেনীতে ২ লাখ ৪৩ হাজার ৫২ জন শিশুকে এবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩০ হাজার ৩৬১ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সী ২ লাখ ১২ হাজার ৬৯১ লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন জানান, জেলার ছয়টি উপজেলার ৪৩টি ইউনিয়নে ও পাঁচটি পৌরসভায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর জন্য ১ হাজার ১০৫টি অস্থায়ী কেন্দ্র ও সাতটি স্থায়ী কেন্দ্র, ভ্রাম্যমাণ ৩০টিসহ মোট ১ হাজার ১৪২টি কেন্দ্র প্রস্তুত করা হয়। সেগুলোতে সেবা দিতে জেলায় স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, বেসরকারি স্বেচ্ছাসেবকসহ ২ হাজার ৭৪১ জন কর্মী নিয়োজিত ছিল।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
এমএমআই/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।