ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে আগ্নেয়াস্ত্রসহ ১৩টি ককটেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
বাগেরহাটে আগ্নেয়াস্ত্রসহ ১৩টি ককটেল উদ্ধার

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে চারটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১৩টি ককটেল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-৬। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

 

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে খুলনা-বাগেরহাট মহাসড়ক সংলগ্ন ফকিরহাটের নওয়াপাড়ার ফাঁকা মাঠে ককটেলগুলো বোমা ডিসপোজাল ইউনিটের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছে।

এর আগে শনিবার (৩০ ডিসেম্বর) গভীর রাতে ফকিরহাট উপজেলার নওয়াপাড়ার পানবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব-৬ এর সদস্যরা। তবে এসময় কাউকে আটক করতে পারেনি র‌্যাব।  

সংবাদ সম্মেলনে খুলনা র‌্যাব-৬ এর পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মো. ফিরোজ কবির এসব তথ্য জানান।  

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে পানবাজার এলাকায় অভিযানে পরিত্যক্ত অবস্থায় চারটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১৩টি শক্তিশালী ককটেল গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক জরা সম্ভব হয়নি। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ককটেল ও গোলাবারুদ ফেলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।  

লেফট্যানেন্ট কর্নেল মো. ফিরোজ কবির জানান, দুষ্কৃতিকারীরা নাশকতা করতে এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের মজুদ করেছিল। উদ্ধার হওয়া  ককটেলগুলো শক্তিশালী। তাই ককটেলগুলো বিশেষজ্ঞ দল দিয়ে ধ্বংস করা হয়েছে। যারা নাশকতা করতে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ মজুদ করেছিল তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

আসন্ন নির্বাচনে নাশকতা করতে দুষ্কৃতকারীরা অস্ত্র ও গোলাবারুদ মজুদ করেছিল। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে র‌্যাবের নিয়মিত টহল চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।