ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

সুন্দরবন থেকে শিকার করা হরিণসহ ৬ বস্তা ফাঁদ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৮, জানুয়ারি ৩, ২০২৪
সুন্দরবন থেকে শিকার করা হরিণসহ ৬ বস্তা ফাঁদ উদ্ধার

সাতক্ষীরা: সুন্দরবন থেকে শিকার করা হরিণসহ ছয় বস্তা ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারেনি বনবিভাগ।

 

বুধবার (৩ জানুয়ারি) বিকেলে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের টেকের খাল এলাকা থেকে এসব ফাঁদসহ শিকারকৃত মৃত হরিণটি উদ্ধার করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসিএফ এমকেএম ইকবাল হুসাইন চৌধুরী বলেন, কোবাদক স্টেশন কর্মকর্তা মো. মোবারক হোসেনের নেতৃত্বে টেকের খাল এলাকায় অভিযান চালিয়ে মৃত হরিণসহ ছয় বস্তা ফাঁদ উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।