ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

কেরানীগঞ্জে জাটকা ইলিশ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, জানুয়ারি ১৬, ২০২৪
কেরানীগঞ্জে জাটকা ইলিশ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রির অপরাধে ১ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোর পর্যন্ত ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে র‌্যাব।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ অসাধু ব্যবসায়ীরা জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রি করে আসছিলেন।

তিনি জানান, জেলা মৎস্য অদিদপ্তরের সহকারী প্রকল্প কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে ৪ জন মাছ ব্যবসায়ীকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এদের মধ্যে আসাদ বেপারিকে নগদ ২৫ হাজার টাকা, নান্নু চৌকিদারকে নগদ ২৫ হাজার টাকা, সাগর হোসেনকে নগদ ২৫ হাজার টাকা এবং আলী হোসেনকে নগদ ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের ২ হাজার ৭৭৯ কেজি জাটকা ইলিশ জব্দ করে। জব্দকৃত মাছ বিনামূল্যে এতিম খানায় দান করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এসজেএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।