ঢাকা, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মা মারিয়ার তীর্থ উৎসব হয়ে গেল রাজশাহীতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৮, জানুয়ারি ১৬, ২০২৪
মা মারিয়ার তীর্থ উৎসব হয়ে গেল রাজশাহীতে

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নবাই বটতলা মিশনে হয়ে গেল মা মারিয়ার তীর্থ উৎসব।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় খ্রিস্টভক্তদের নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়।

পরে আরাধনা করা হয়। এরপর পর্বীয় খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে খ্রিস্টযাগ উৎসর্গ করেন কার্ডিনাল বিশপ প্যাট্রিক ডি রোজারিও ও বিশপ জের্ভাস রোজারিও।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জেভার্স রোজারিও, পাল-পুরোহিত ফাদার স্বপন পিউরিফিকেশন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও দেওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউডি) চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল।

মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী এ গ্রামে প্রবেশ করে। তখন খ্রিস্টান ধর্মের অনুসারীরা মিশনে মা মারিয়ার প্রতিকৃতির কাছে গিয়ে সাহায্য চান। খ্রিস্টান ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন, আশ্চর্যজনকভাবে সেদিন মা মারিয়ার মধ্যস্থতায় পাক হানাদার বাহিনীর হাত থেকে সবাই রক্ষা পান। এ বিশ্বাস থেকে প্রতি বছর ১৬ জানুয়ারি দিনটি স্মরণ করে আসছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।