খুলনা: সরকারি নির্দেশনা অমান্য করায় খুলনায় মেডিকেল ভর্তি কোচিং মেডিএইড ও ডিএমসি স্কলারের অফিস বন্ধ করে সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসক।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) পৃথক পৃথক সময়ে খুলনা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কোচিং দুটিতে তালা ঝুলিয়ে দেয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান বলেন, দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে ৯ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সব মেডিকেল ভর্তি কোচিং সেন্টারের অনলাইন ও অফলাইন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে খুলনা মহানগরীর মেডিকেল ভর্তি কোচিং সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়। নির্দেশনা অমান্য করে কোচিং খোলা রাখায় মেডিএইড ও ডিএমসি স্কলার মেডিকেল কোচিং বন্ধের নির্দেশ প্রদান করা হয় এবং প্রতিষ্ঠান দুটিই সিলগালা করা হয়।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এমআরএম/আরআইএস